কাঠামোগত কার্য্যবলীঃ
(ক) নদী ও নদী অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ ও খরা প্রতিরোধের লক্ষ্যে জলাধার, ব্যারেজ, বাঁধ রেগুলেটর বা অন্য যে কোন অবকাঠামো নির্মাণ ;
(খ) সেচ, মৎস্য খামার, নৌ-পরিবহন, বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে পানি প্রবাহের উন্নয়ন কিংবা পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের জন্য জলপথ, খালবিল ইত্যাদি পূনঃখনন ;
(গ) ভুমি সংরক্ষণ, ভুমি পরিবৃদ্ধি ও পুনরুদ্ধার এবং নদীর মোহনা নিয়ন্ত্রণ ;
(ঘ) তীর সংরক্ষণ ও নদী ভাঙ্গন হতে সম্ভ্যাব্য ক্ষেত্রে শহর. বাজার, হাট এবং ঐতিহাসিক ও জাতীয় জনগুরুত্বপূর্ন স্থানসমুগ সংরক্ষণ ;
(ঙ) উপকূলীয় বাঁধ নির্মান ও সংরক্ষণ ;
(চ) লবনাক্ততার অনুপ্রবেশ রোধ এবং মরুকরণ প্রশমন ;
(ছ) সেচ, পরিবেশ সংরক্ষণ ও পানীয় জল আহরনের লক্ষ্যে বৃষ্টির পানি ধারণ ;
অ-কাঠামোগত ও সহায়ক কার্য্যবলীঃ
(জ) বন্যা ও খরা পূর্বাভাষ ও সতর্কীকরণ ;
(ঝ) পানি বিজ্ঞান সম্পর্কিত অনুসন্ধান কার্য পরিচালনা এবং এতদসম্পর্কিত তথ্য ও উপাত্ত গ্রহন, সংরক্ষন ও বিতরণ ;
(ঞ) পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থার সহযোগীতায় এবং সম্ভাব্য ক্ষেত্রে বোর্ডের সৃষ্ট অবকাঠামোভুক্ত নিজস্ব জমিতে বনায়ন, মৎস্য চাষ কর্মসূচী বাস্তবায়ন এবং বাঁধের উপর রাস্তা নির্মাণ ;
(ট) বোর্ডের কার্যবলীর উপর মৌখিক ও প্রয়োগিক গবেষণা ;
(ঠ) বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের সুফল সংশ্লিষ্ট সুবিধাভোগীদের মধ্যে অব্যাহত রাখার লক্ষ্যে সুবিধাভোগীদের সংগঠিতকরণ, প্রকল্পে তাঁদের অংশগ্রহণ নিশ্চিতবরণ, প্রকল্প পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) এবং
(ড) প্রকল্প ব্যয় পুনরুদ্ধার সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল ও প্রতিষ্ঠানিক কাঠামো উদ্ভাবন, বাস্তবায়ন ও পরিচালন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS